ঋতুর পরিবর্তনে শীতের আগমনে
অতিথি পাখির আগমন
পুলকিত মনে বাতাসের গুঞ্জরণে
সুখ করে বিতরণ।


নানা প্রজাতির পাখি পরিযায়ী পাখি
দেখে দেখে তা জুড়ায় আঁখি
অন্তরে অন্তরে জড়িয়ে রাখি
পাখিদের মিলনে মুখরিত
পানকৌড়ি কাস্তেচড়া পাতিসরালী
আরো আছে পিন্টেল রাজসরালী।


কী অপরুপ শোভাবর্ধন বাইক্যা দীপে!
বেগুনিকালেম ছোটমাথা টিটি কানিবক
ল্যাঞ্জা হাঁস সরালি মরচে রং ভুতিহাঁস ধুপনিবক
দলপিপি ঈগলেরা উড়ে আসে প্রকৃতির এই দীপে।
পাখিদের কলকাকলিতে মুখরিত এক সুন্দর আবহ
ভ্রমন পিয়াসিরা আসে যায় অহরহ।


কী যে মনোরম অনুপম লাগে নির্মল
শিহরণ দিয়ে যায় মন থেকে মনান্তরে
তাঁর সৃষ্টি শোভনীয় সুন্দর সুবিমল।