ঘুরতে গেলাম কক্সবাজার আর বান্দরবন
স্মৃতি গুলো ভাসে মনের খাতায় উম্মীলন।
আঁচড়ে পড়ে সাগর কোলে মন মাতানো ঢেউ
খুশীতে মন ছুঁয়ে যায় মুগ্ধতায় হারায় না কেউ।
পাহাড়ের চূড়ায় হিমেল বাতাস লাগে স্নিগ্ধ
অবাক বিস্ময় হতবাক মন হয়ে যায় ঋদ্ধ।
পাহাড়ের উঁচুতে উঠতে হয় অতীব কষ্টে
আন্ চান্ মন নামতে চায় না আর নীচেতে।
চান্দের গাড়ি আর আঁকাবাঁকা সেই গলি পথ,
অপরুপ সজ্জিত মনোলোভা সাইরো রিসোর্ট।
রাতে উঁচু টিলাতে থাকার আনন্দ অন্যরকম
মোহনীয় আবেশে নেচে উঠে চিত্ত নিরুপম।
কত শোভা বর্ধন কত ছায়া দান স্রষ্টা সৃষ্টি
কল্পনায় এঁকে যাই আর দেই শোকরানা দৃষ্টি।
তাঁর সৃষ্টি যদি হয় এত মনোহরী এত সুন্দর!
তাহলে না জানি তিঁনি কত মনোহরী কত সুন্দর!!
ভ্রমণ পিয়াষু মন তাঁর সৃষ্টি দেখে হয় সতত মুগ্ধ
বিশ্বাসের চাদরটি হোক শতভাগ পবিত্র ও শুদ্ধ।


মনসুরাবাদ, ঢাকা।
১১.১২.২০২১