প্রজ্ঞা ছাড়া লঙ্কা পার
হওয়া যায় না
পিলার ছাড়া ঘর বানালে
ঘর তো হয় না।


বোকার মতো কাজ করিলে
বিপদে পড়তে হয়
আবেগ দিয়ে কোনো কাজ
কিছুতেই সিদ্ধ নয়।


বুদ্ধি দিয়ে রুখতে হবে
ওদের সকল কান্ড
তোমার কোন ভুল পেলে
করে লঙ্কাকাণ্ড।


মিয়া সাহেব বুঝতে হবে
বর্তমান সিচুয়েশন
সিচুয়েশনে সব যায় না করা
তোমার আছে পজিশন।


পরিপক্ক লোক অপরিপক্ব কাজ
কোথাও করতে যায়
ওঁৎপেতে থাকা শয়তান গুলো
দরজা খোলা পায়।


দরজা খুলে দিয়ে যদি
করো হায় হায়
এখন বলো এই কাজের
কে নিবে তার দায়?


তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে নাও
নেতৃত্বের ভার
সতেজ সজীব হবে মোদের
সমাজ সম্ভার।


দেশকে ভালোবাসা মানে
নিজেকে ভালোবাসা
রুখো যারা করতে থাকে
দেশের সর্বনাশা।


দেশকে ভাবো ঘরের মতো
সুচরিত তার পিলার
ঘর সাজাতে ভাবতে হবে
নতুন নতুন থ্রিলার।