হাতের কাছে চাকচিক্য , আভিজাত্য কত কিছু পাও ,
সবকটিকে ধরতে গিয়ে , শুধু পরকালকে ভুলে যাও ।


দূর বহুদূরে ঐ দেখা যায় , ধূ ধূ বালুর মাঠ ,
মনে রেখ , এ দুনিয়া শুকিয়ে যাওয়া একটি নদীর ঘাট ।


দ্রুতগামি আরোহী যেমন , ছুটছে চলে মনজিলে ,
ক্ষনিক কালের মোহমায়ায় , কেমন করে মন দিলে ?


স্বর্ন গয়না সম্পদরাজি , জমা করে , ভাবছ স্থায়ী তা !
নয়কো স্থায়ী , ধ্বংস সবই , এই দুনিয়া টা ।


সময় থাকতে গোছাতে হবে , পরকালের সামান ,
পরপারে নাজাত পাবে , যার আছে মজবুত ঈমান ।


মানব সমাজ জিন জাতিকে , বানালেন মহান প্রভু ,
তাঁরই বিধান মান্য করে , তাঁকে ভুলবে না কেউ কভু ।


এর বিনিময়ে কারো কাছে  , চাইছেনা রিযিক কিংবা খাবার ,
তাঁরই বান্দা আমরা সবাই , নই অন্য কারো আর ।


লেখা : ০৯-০২-১৭