নিখাদ বিশ্বাসে রয় যে স্থির
বিপদে হয় না কখনো সে অস্থির ।


ফুলে ফলে সুশোভিত বিশাল বাগান
সবুজ বনানী , বয়ে বায়ু শন শন ।
সুনীলাকাশে উড়ে পাখপাখালী
মাথার উপর মেঘমালা করে উড়াউড়ি ।
দু'নয়ন মেলিয়া দেখি আহা কী সুন্দর !
সৌন্দর্যের রুপকল্পে হৃদয়টা
হয়ে যায় নানান রঙ্গে রঙ্গিন ।


সাগরের পানে যখনই চেয়ে রই
দেখি ঢেউ আর ঢেউয়ের মাতামাতি ,
আনন্দে টইটম্বুর মনটা হয় রাতারাতি ,
পাহাড়ের উঁচুতে তাকাই যখন
ঝর ঝর ঝরে শুধু ঝর্ণাধারা
মায়াবী গাঁথুনিতে গাঁথা বসুন্ধরা
এত সাজানো গোছানো ধরা
যিনি মোদের করেছেন দান
তিনিই মহান সবার সেরা মহিয়ান ।


বিশ্বাসের আলোতে আলোকিত প্রাণ ,
মিলিবে শান্তি প্রশান্তি সত্য সুমহান ।।