ফুলের মতো যদি হতো
সব মানুষের মন
সুরভিত হতো তার ছোঁয়ায়
নিষ্ঠুর পাষাণ মন ।


গোলাপ যেমন ছড়ায়
হৃদয় কেড়ে নেয়া ঘ্রান
মানুষ যদি হতো তেমন
গড়ে উঠতো প্রেম বন্ধন ।


পরার্থে যেমন ফুলেরা
বিলিয়ে দেয় তার ঘ্রান
মানুষ যদি হতো তেমন
পেতো সে শ্রদ্ধা সম্মান ।


জুঁই জবা শিউলি পলাশ
সাথে রাখিও এমন ফুল
দূর হবে যত অশোভন
ভাঙবে তোমার সব ভুল ।


সতত জীবনে সুন্দর মননে
হাসনাহেনা আর গন্ধরাজ
তোমাতে ফুটিবে চেতনার মহিমা
হবে তুমি মহা হতে মহারাজ ।