সুন্দর সকালে মনোরম পরিবেশে
স্নিগ্ধ বাতাসে
একুশের গান ভেসে আসে সুললিত কন্ঠে
মনেরাকাশে ।


হৃদয়ের কলধ্বনি বেদনার বালুচর
উথলিয়া উঠে
বাদ্যের তালে তালে গান গেয়ে যায়
সবাই ঠোঁটে ঠোঁটে ।


ফিরে আসে সেই পুরোনো দিনগুলো
স্মৃতির পাতায়
কষ্টরা জেগে জেগে বেদনাশ্রু ঝরায়
মনের দরিয়ায় ।


অন্যায় রোধে জেগে উঠো দেশবাসি
শহীদী চেতনায়
ফিরিয়ে আনো হারানো সেই গৌরব
নব প্রেরণায় ।


ভাষার জন্য জীবন দিয়েছে এমন নেই
কোনো উদাহরণ
ভালোবাসা রবে তাদের জন্য সারাটা জীবন
এই আমার পণ ।


বিস্তৃত জমিন উদারাকাশ অসম শক্তি মনে
অদম্য সাহস
জীবনের প্রয়োজনে জীবনকে ডেকে যায়
একুশের এই দিবস ।