কত অপরুপে রুপায়িত সুন্দর এই বসুন্ধরা !
ঝর ঝর ঝরে শুধু পাহাড়িয়া ঝর্ণা ধারা ।


এঁকে বেঁকে বয়ে যায় নদী নালা খাল
দু'পাশে সারি সারি বৃক্ষ লতা গুল্ম নির্মল ।


সেই নয়ানাভিরাম দৃশ্য দেখে নয়ন জুড়ায়
যে দিকে তাকাই মন আনন্দে দোল খায় ।


নদীর ঘাটে খেয়া নৌকা বাঁধা সারি সারি
ঢেউয়ে ঢেউয়ে দোলে সেই নাও মন নেয় কাড়ি ।


এত সাজানো গোছানো ধরা যিনি করেছেন দান
ছড়িয়ে দেই চারিদিকে সর্বদা তাঁরই গুণ গান ।