মায়াভরা জগতটাতে কত হাসি তামাশা
জীবন আসে জীবন যায় এই তো ভরসা ।


কি পেলাম কি নিলাম নেই কোন হিসাব
সকল কাজেরই হিসাব লিখিত আছে একটি কিতাব ।


মরিলে ভাব মিশে যাবে সবি মাটির সাথে
ছোট বড় কাজ জানতে পারবে রোজ কিয়ামতে ।


সময় থাকতে সাবধান হয়ে রুখো সব মন্দ
পার পাবে না শেষ বিচারে , মানবতার সাথে দ্বন্দ্ব ?


কুরআন হাদীস পড়ে জেনে নাও তুমি একজন মুসলিম
যত ভুল ক্ষমা পাবে আল্লায় রাখো দৃঢ় ইয়াক্বীন ।