আমার যত ক্ষুদ্রতা আছে
মন থেকে তা দূর করে দাও ।
আমার যত দুর্বলতা আছে
বিনিময়ে ঈমানী শক্তি দাও ।


দাও দুঃখ বেদনা সহিবার
ধৈর্য ঔদার্য সাহস হিম্মত ।


দাও মানুষে মানূষে ভেদাভেদ ভুলে
ঐক্য সংহতি বজায় রেখে
পরমত সহিষ্ণুতা পরোপকারী
নির্ভেজাল নিষ্কলুষ সমাজ বিনির্মাণে
সহযাত্রী হয়ে কাজ করিবার ,
দাও সামর্থ এই কথা সবাইকে বলিবার ।


দাও পক্ষীকূলের মতো নির্ভরতার
প্রভাতে শূন্য উদরে নীড় থেকে
বেরিয়ে পড়ে কোন এক অজানায় ।
নিশ্চিন্ত নিরাপদ পরিসরে ঘুরে ফিরে
ভরা পেটে ফিরে আসে নীড়ে আবার ।


আমার যত জড়তা আছে
দূর করে দাও প্রভু মহান ।


দূর করে দাও যত মানবিক দুর্বলতা
হৃদয়ে জাগ্রত করো মানবতা ,
মানবতাবোধ উদার নৈতিকতা ।


একটি সুশীল সুনিপুণ সুসুন্দর
পরিচ্ছন্ন সুখভরা সন্ত্রাসমুক্ত
দেশ গড়ার দাও উৎসাহ উদ্দীপনা ।


জ্ঞানের গভীরতা সতেজ- সজীবতা
সরলতা প্রাণে এনে দাও প্রসস্ততা প্রভু
এই প্রার্থনাই করি তোমার কাছে সর্বদা ।