চাকরির মতো সোনার হরিণ পেতে
ইন্টারভিউয়ের কঠিন বাস্তবতায় হয় যেতে
রিটেনে উত্তীর্ণ হওয়ার পর
ভাইভা হয় খুবই উন্নততর
জয়েন করতে হয় অত:পর পাসের অনুপাতে ।


নতুন আঙ্গিকে নতুন ভাবনায় নতুন এক পরিবেশে
মানিয়ে নিতে হয় কলিগদের যারা থাকে চৌপাশে ।
দিনের সবটুকু কাটাই সেই প্রিয় কলিগদের সাথে
সকাল থেকে সন্ধ্যা অবধি অবশেষে ।
আনন্দময় মুহূর্তগুলো অতিবাহিত হয়
হাসি ঠাট্টা এবং উপভোগের খানাপিনায়
সবার সুখে আবার সবার দুখে ঐক্যভাব
শান্তি আর শান্তি সুখের সুপ্রভাত সুভাব ।


প্রাণচাঞ্চলতায় উদ্যমতায় নিত্য পার করি দিন
কখনো নন্দিত কখনো নিন্দিত তবুও নেই কোনো ঋণ ।
মমতার অচিড় বাঁধনে জড়িয়ে রই সকলি বাস্তবিক
ভালোবাসি শুধুই ভালোবাসি প্রীতিময় হে প্রিয় কলিগ ।