প্রাচীনতম নাম ছিলো তার মন মোহনীয় জেলা ভুলুয়া ,
কত যাতনা কত বেদনায় বয়ে চলে নদী ডাকাতিয়া ।


সাগর ঢলে ডোবা খানা খন্দন পানিতে ভরে যায় ,
নতুন খাল কেটেছে বলে নোয়াখালী নাম হয়ে যায় ।


সবুজ শ্যামল ছায়া ঢাকা মন কাড়া নিঝুম দ্বীপ ,
ঝলকিত হয় বিকশিত আভায় জোছনালোকিত প্রদীপ ।


নদ-নদী ঘেরা প্রবাহিত মেঘনা মুহুরী ফেনী সিলোনিয়া ,
উজ্জ্বলিত হয় দীপ্তিময় সোনালী স্বপনে হৃদয় জাগানিয়া ।


জন্মেছি বলে ভালোবাসি তারে আমার প্রিয় জেলা ,
শিক্ষা দীক্ষায় উন্নতির সিঁড়িতে উঠবে তা নয় অবহেলা ।


কত জ্ঞানী গুণী কবি সাহিত্যিক রাজনীতিক জন্মেছে এ জেলায় ,
শ্রদ্ধা জানাই তাদের প্রতি অকুণ্ঠ চিত্তে প্রীতি ও ভালোবাসায় ।


মুক্তিযুদ্ধ বিপ্লবী চেতনায় ইসলামী প্রেরণায় প্রলুব্ধ শোভমান ,
সবার উপরে সত্যালোকিত জেলার জনগণ শ্রেষ্ঠ ও মহান ।


সাগর মোহনায় ভাঙ্গা গড়ায় হাজার হাজার চোরাবালি ,
নয়ানাভিরাম দৃশ্যালোকিত সুখাভিমুখ জেলা নোয়াখালী ।