তোমার সাথে আমার কোনো পরিচয় ছিলো না
শুধু পরিচয় ছিলো তোমার কবিতা-
যা ছিলো আমার হৃদয়ে আলোকোজ্জ্বল-
সুবিস্তৃত আলোকিত সুউজ্জ্বল সবিতা।


মাঝে মাঝে তোমার কবিতা পড়ি
পত্রিকায় প্রকাশিত সব কবিতা
মুগ্ধ হতাম আর ভাবতাম-
কী অপূর্ব ভাবনা, শক্তি ও শব্দের সংযোজন।


আত্মিক ভালোবাসা ছিলো তোমার সাথে
কেবলই কবিতার মাধ্যমে।


জানাযায় শামিল হয়েছি যে দিন তুমি হলে বিয়োজন।


মৃত্যুর পর তোমাকে নিয়ে কত জনের কত লেখা
পড়েছি কত আর্টিকেল-
জানতে পেরেছি সেই সকল পড়ে তোমার কর্মময়
সুসুন্দর জীবন সাইকেল।


প্রার্থনা করি, হে প্রভু-
ক্ষমা করে দাও, কবুল করে নাও সকল ভালো কাজ,
প্রিয় কবি আল মাহমুদ তোমার কাছে চলে গেল আজ।