নিজের খেয়ে পরের বনের মষ তাড়ান যিনি
সম্মানিত জ‌্যেষ্ঠ সবার সেরা সবার প্রিয় তিনি।


বুদ্ধিমান প্রতিভাবান পরিশ্রমী চিন্তাশীল
পরের তরে সময় ব্যয়ে সুখ পান অনাবিল।


ভাবেন তিনি পরকে নিয়ে নিজেকে নিয়ে নয়
তার পরশে এসে সবাই পায় সাহস হিম্মত অভয়।


কারো কথা মনে হলেই রাখেন সদা খোঁজ
তার বাসাতেই মাঝে মাঝে হয় নানান ভোজ।


বাড়িটি তার মসজিদেরই কাছাকাছি সবার পছন্দ
জামায়াতে শামিল হয়ে সবে পায় যে মনে আনন্দ।


ন্যায়-নীতিতে অটুট অনড় নড়ে না এক চুল
তিনি আর কেউ নন আসর প্রিয় অনিরুদ্ধ বুলবুল।