ফজরের নামায শেষে কুরআন হাদীস পড়ে দেই একটু ঘুম,
মোবাইলে যখন এলার্ম বাজে উঠে যেতে হয় ধুমাধুম ।
প্রয়োজনীয় কাজ সেরে প্রস্তুতি নেই প্রিয় অফিসের জন্য ,
অফিসে এসে কাজ শুরু করি মনটা হয়ে যায় আমার ধন্য ।


কষ্টের মাঝে দীন হীনভাবে বেড়ে উঠা সেই শূন্য হৃদয় ,
অফিসে এসে কাজ শুরু করলে কষ্টের কথা দূর হয়ে যায় ।
সারাদিন খেটে পরিশ্রম করে অফিসের সময় শেষে ,
ধীরপায়ে চলে , গাড়িতে বা হেঁটে বাসায় পৌঁছি অবশেষে ।


বাসায় গিয়ে সালাম জানিয়ে দরজার সামনে দাঁড়াই ,
ভিতরে প্রবেশ করে জামাকাপড় খুলে ক্লান্তিটা তাড়াই ।
অবিরত কাজ শেষে অফিস থেকে পাই দুই দিন অবকাশ ,
পরিবারের সাথে সুখে দুখে কাটাই করলাম সত্য প্রকাশ ।