দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতায়
হয় প্রমোশন,
যাদের হয় তাদের আবার
রয় না টেনশন।
টেনশন যখন দূর হয়ে যায়
মনটা থাকে সুখি,
বাদবাকীরা পড়ে থাকে সদা
মনমরা ও দুখি।
এমনি ভাবে কাটে নিরব
পরে পাবার আশায়,
পরেও যখন হয় না তখন
জলে বুক ভাসায়।
হবে হবে আশায় আশায়
সময় করে পার,
দুঃখ ব্যথা পাহাড় সমান
থেকে যায় তার।
তোষামদি না করিলে
দক্ষতার নেই দাম,
যখন যাদের সুযোগ আসে
করে এই কাম।
এবার হলো প্রমোট যখন
জীবন যায় যায়,
কফিন কাঁদে নিয়ে সবাই
কবর পাড়ে ধায়।