নারীকে নিয়ে বাড়াবাড়ি
কেনো আমরা করি
নারীকে এগিয়ে নিতে সবে
সঠিক পথটি ধরি।


মহান আল্লাহ পুরুষ ও নারী
সৃষ্টিতে মহীয়ান
পুরুষ ও নারী উভয়ে মিলে
ধরণীটা বলিয়ান।


নারী পুরুষ ঐক্যের প্রভাব
যদি না থাকে
উন্নয়নের শ্রেষ্ঠ সোপান দেখাবে
বলো কে কাকে?


সংসার সমাজ সুখের হয়
উভয়ের মিলনে
সদা মন মনন অটুট রয়
অচিড় বাঁধনে।


সংসার সুখময় করতে
কারো নেই ক্লান্তি
অভাব থাকলেও প্রীতিতে
আসে সুখ শান্তি।


সংসার সুখের করতে পুরুষের
প্রধান দায়িত্ব
নারী পুরুষের একতাতে হয়
সুখের স্থায়িত্ব।


উভয়ে উভয়কে করি সদা
পরম সম্মান
পরষ্পরের প্রতি প্রেমানুভূতি
প্রভুর সেরা দান।


ঝগড়া নয় বিবাদ নয়
চাই শুধু সমতা
সমান্তরাল সব সাজাতে
দূর হোক জড়তা।


বিদ্যার্জন জ্ঞানার্জন করা
সবার জন্য সমান
কল্যাণকর সমাজ বিনির্মাণে
রাখতে পারে অবদান।


ইসলামী সংস্কৃতিতে নারীর আছে
ক্ষমতা ও অধিকার
চারিত্রিক মাধুর্য নীতি নৈতিকতায়-
মৌলিক সাম্যে চলিবার।


বিয়ের পরে পুরুষ ও নারী
উভয়ে পরিচ্ছদ তুল্য
নিয়মনীতি সৌন্দর্যের খেয়ালে
দয়াময় দিয়েছেন মূল্য।


পারিবারিক শৃংখলায় শলা পরামর্শ
করবে একে অপরের সাথে
উন্নতি সমৃদ্ধিতে আল্লাহর রহমত-
বরকত পাবে তাতে।


সবাই সবার মর্যাদা জানতে
কুরআন হাদীস পড়ি
অনাবিল সুখ বিলিয়ে দিতে
সুন্দর পৃথিবী গড়ি।