আজ হতে প্রায় পনেরশত বছর আগে
তাওহীদের বাণী নিয়ে অংশীবাদ তাড়াতে
অশান্ত পৃথিবীর দাবানল নিভাতে
শান্তির সুবাতাস চৌদিকে ছড়াতে
এলেন নবীজি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাঃ।


জাহিলিয়াতের নির্মম কষাঘাতে অবিরাম
ছিলো না কারো কোনো অধিকার
মূর্তি পূজাই ছিলো তাদের কারবার
অসতরাই করে সকল দেন দরবার
এসবের প্রতিকারেই এলেন নবীজি
প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাঃ।


অশ্লীলতা বেহায়াপনা চলত কেবল নিরবধি
মা-বোন নারী পুরুষ ছিলো না ভেদাভেদ
ছিলো কেবল হিংসা বিদ্বেষ আর ক্লেদ
ছিলো না সুশীলতা কোমলতা শুধুই ছিলো নিন্দাবাদ
এসব রোধে এলেন নবীজি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাঃ।


অসভ্যতা অসততা যাদের ছিলো হাতিয়ার
ন্যায় ইনসাফ ছিলো না সেখানে কোনো আর
তবুও তারাই সভ্য এ কথার তারা ছিলো দাবিদার
দিশাহারা পথিকের পথ দেখাতেই-
এলেন নবীজি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাঃ।