মানবতার কল্যাণ  সাধনে
মানব সম্পদ উন্নয়ন,
কর্মদক্ষতা ও অভিজ্ঞতার
খুবই খুবই প্রয়োজন।


রাষ্ট্রের সুশৃঙ্খলার জন্য
একদল কর্মঠ লোক ,
গড়ে তোলার চেষ্টা প্রচেষ্টা
নিয়মানুযায়ী চলুক।


কথায় ও কাজে নিষ্ঠা বাস্তব -
জীবনে যারা দায়িত্ববান
সত্য ও সুন্দরের স্নিগ্ধতার দিকে
করতে থাকবে আহবান।


কর্ম যোগান নিবেদিত প্রাণ
যাদের হৃদয়ে স্বপ্ন,
হয় উন্নতি নয় অবনতি
করে না আশা ভগ্ন।


মানব সম্পদ উন্নয়নে অবদান
রাখতে সব আয়োজন
রাসূলের সা. অনুসৃত নীতির
করবে সবাই অনুসরণ।


সুখময় জীবন গড়তে সদা
সিদ্ধান্ত হোক নিখাদ
ইসলাম সেরা জগতের মাঝে
সত্যের হোক আবাদ।


রোল মডেল হবেন রাসূল সবার
এটিই সঠিক মানদণ্ড
এক চুলও নয় এদিক সেদিক
নয় মেনে চলা খন্ড খন্ড ।