শিশুদের রক্তে রঞ্জিত রাজপথ
সব হত্যাকান্ডের দিতে হবে কৈফিয়ৎ
বোনদের শ্লীল কে করলো লুটপাট ?
            তাদের ধরে এনে করে দে কুটকাট ।


ওরা দেশপ্রেমিক নয় , ওরা দেশের শত্রু
ওরা কখনো হতে পারে না , আমাদের বন্ধু ।


ওহে জনতা শিরদাঁড়া সোজা করে দাঁড়া
দেশের শত্রু যারা তাদের শক্ত করে রুখে , তাড়া ।


                        ওরা নয় কল্যাণকামী ,
                         ওরা নয় কোনো দামী ,
                           ওরা হলো হারামী ,
            ওরা করে দেশ নিয়ে নাডামি ও ভাঁড়ামি ।


                           সুযোগ এসেছে এইবার
                           রুখে দে রুখে দে রুখো এইবার ।


যদি না রুখো , সুযোগ আসে না বার বার , শতবার ।
আমি কবি , আমি বিপ্লবী , এ দেশ আমার প্রিয় জন্মভূমি ।
'বঙ্গবন্ধুর' এ দেশে কীভাবে নীরব রবে তুমি ও আমি ।