ওরা
ধমক দিয়ে
তোমায় দমাতে চায়-
তোমার লোক উটের মতো ,
মুখ নামিয়ে কোথায় যে পালিয়েছে ।


বুঝে
গেছে সব
তোমার শক্তি বল-
হারিয়েছ জৌলুস শৌর্যবীর্য মনোহর ,
শতাধিক মামলা দিয়ে তোমায় ঘুরাচ্ছে ।


তুমি
সব মেনে
চলছো সাবধানে সন্তর্পণে-
ধৈর্যের পরাকাষ্ঠা জনগণের সামনে ,
তোমার সম্মান সবার কাছে উচ্চাসনে ।


দুঃখ
সবাই বুঝে
তোমার মনের কোণে-
ব্যথারা জাগিয়ে ব্যথা আনে ,
এখনো দৃঢ়পদ অবিচল রাজনীতির ময়দানে ।


সাহস
হারাবেনা তুমি
জনগণ তোমার সাথে-
চুপিচুপি রুদ্ধ দুয়ার খুলবে
এবার , দেখবে আজি হাসবে সবই ।


যারা
এখন দম্ভকারী
দেখবে তারা হঠাৎ-
আসবে জোয়ার ভাসাবে ওদের ,
জালেম শাহীর রাঘব বোয়াল চুনোপুটি ।