সামাজিক নিরাপত্তায় ইসলামী বিধান
সহায়ক এজেন্ডা দিয়েছেন প্রভু দয়ার নিধান
শাসক সমাজ ধনীদের থেকে,
যাকাত সংগ্রহ করে অভাবীকে,
ন্যায়ানুগভাবে করবে বাস্তবিক বিতরণ
ন্যায়ের সমাজ কায়েমে হবে ফারজিয়াতের অনুসরণ।


জীবন যাদের অতিবাহিত হয় চরম টানাটানিতে
অভাব অনটনে রয় সারাক্ষণ, নানা গ্লানীতে,
মর্যাদার খাতিরে তারা,
একনিষ্ঠ মুসলিম যারা,
যাচ্ঞা করে না কখনো কারো কাছে  কোনোটাতে
তাদের চেহারা-ছুরত দেখেই দান করতে হয় এমনিতে।


মনগড়া আইন জারি করা শাসকের কাজ নয়
তা যদি কুরআন-সুন্নাহর বিপরীত হয়
নিরাপত্তা দিতে পারে না তা-
নিতে হবে সত্য বিধানের সহায়তা,
দারিদ্র্য বিমোচন হবে, আর অভাবের হবে ক্ষয়,
সুখে শান্তিতে সকলে রবে, হবে সত্যের নিশ্চিত বিজয়।