ফুলে ফলে সাজানো মন মাতানো এই ধরা
মৌমাছির গুঞ্জরণে মধুর ঘ্রাণে হয় মন ভরা
সুর দেয় পাখিকুল গানে গানে
মুগ্ধ হই নদীর ঐ কলতানে
নিঝুম রাতে তারার মেলা মিটিমিটি জ্বলে ওরা
অপরুপ সৌন্দর্যে বিকশিত আমাদের বসুন্ধরা।


সে কোন্ শিল্পীর ছোঁয়া আছে জড়িয়ে তাতে
তাঁরই দয়া তাঁরই মায়া রয় সদা মোদের সাথে
তিনি এক মহান সত্তা
সব সুন্দরের প্রবক্তা
সদা প্রস্তুত থাকে সবাই তাঁরই হুকুম মানতে
নিজের মেধা প্রতিভা ব্যয় করে তাঁকেই জানতে।