ষোল আনাই মিছে


বিত্ত বোঝাই চিত্ত মশাই
ঘুমান দামী খাটে,
নিজের জন্য সুখটা খোঁজেন
অন্যরা উঠে লাটে।


ব্যাংক ব্যালেন্স অতি ভারী
জনতার পকেট ফাঁকা,
আনন্দ বিনোদনে চিত্ত মশাই
ঘুরান গাড়ির চাকা।


তবে চিত্ত মিয়া নিত্য বলেন,
আকাশ কেন নীল,
ঝাপটে ধরে খাবার নিয়ে
উড়াল দিল চিল।


পাইকপিয়াদার চাপাবাজিতে
খিলখিলিয়ে হাসে,
নানান কথার ফানুস উড়ায়
গগন তলে ভাসে।


সারাটা জীবন ব্যয়িত হলো
অর্থ কড়ির পিছে,
তাওবা ছাড়া মরলে বুঝবে
ষোল আনাই মিছে।


মনসুরাবাদ, ঢাকা


১৯ অক্টোবর ২০২২
৩ কার্তিক ১৪২৯
২২ রবিউল আউয়াল ১৪৪৪