পাপ বা গুনাহ হয় ভুলে অভুলে
কিন্তু সময় সাক্ষী রয়
তাওবার সঙ্গে সংশোধন করলে
সাক্ষ্য দিতে অটল সময়।
রে বিবেকবান বিবেক খাটিয়ে
শোধরিয়ে নাও জীবন
আলোোকিত হোক বাকীটা সময়
প্রাপ্তি আসুক সুশোভণ।
সময় চলে বয়ে যায় অবিরত
হিসাব করার আগে
কেউ তাকে ছুঁতে পারে না তাই
চিন্তার ঢেউ জাগে।
জীবনের কত কাজ কত কিছু
এখনো রয়েছে বাকী
সময়ের কাজ সময়ে না করলে
হঠাৎ মুদিবে আঁখি।
সত‌্যের রঙ্গে রাঙ্গাও নিজেকে
সেখানে যাবার আগে
ফলাফল ঘোষণার সময় যাতে
আফসোস নাহি থাকে।
সময় হলো পুঁজি সবার জন্য
যা অবহেলার নয়
অবহেলা করে খোয়ালে পুঁজি
দুঃখই কেবল রয়।
পুঁজি খাটাও ব্যবসা সমৃদ্ধিতে
সঠিক বলাটা প্রধান
ঢেকে রাখবে সেই ব্যবসায়িকে
দিয়ে দয়ার নিধান।