শপথের দাবি যদি
দ্বীন কায়েম হয়,
সে শপথ পূরণে আমি
এগিয়ে যেতে পারি
ওগো দয়াময়, আমার প্রভু দয়াময়।
শপথ নেয়া মানে
জীবন দেয়া
থেমে থাকা নয় শুধু
চলতে থাকা,
জীবনের ক্ষণে ক্ষণে,
যেনো তোমাকে খুঁজে যাই।
ওগো দয়াময়, আমার প্রভু দয়াময়।
শপথের কাজ হলো
শহীদী চেতনায় চলা,
নয় তো বা গাজি হয়ে
দাওয়াতি কাজ করা
গোলামী করতে করতে
ক্ষমাটুকু যেনো পাই
ওগো দয়াময়, আমার প্রভু দয়াময়।


২৪.০৩.২০২২
কল্যাণপুর, ঢাকা-১২০৭