দামী একটি সম্পদ নারীর সতীত্ব
নিজের উপর চলে নিজেরই কতৃত্ব
আসে কেবল বিপদ
হিংস্র থাবায় গদগদ
মানবরুপী হায়েনা দূর করো পশুত্ব
বিকিয়ে দিই নাই আমি আমার সত্ব।


নেকড়ের দাঁত ও হিংস্র জানোয়ারের থাবা
ছোবল দিয়ে যায় পুড়িয়ে যায় অগ্নি লাভা
ঘরের বাহির হলেই মনেতে ভয়
লোভাতুর জানোয়ার ওঁৎপেতে রয়
চলতে চলতে এভাবে কম্পিত রয় সবার চিত্ত
কখনো কখনো বেদনার বারিতে হই অশ্রুসিক্ত।


কেনো তোমরা আমার উপর ঝাঁপিয়ে পড়
ঘরে তোমার মা বোন সবার কথা চিন্তা কর
বিবেকটা যথাযথ খাটাও
স্রষ্টাকে ডরাবার মতো ডরাও
আমার সতীত্ব রক্ষা করা তোমারও দায়িত্ব
রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থাকো নিত্য।