শত বছর পরে আপন করে
স্মরণ করবে আমায়
লিখে রাখি আজ স্মৃতি গুলো
সব কবিতার খাতায়।


তোমাদের তরে আজি বসন্তে
ফুটন্ত ফুলের মাঝে
পুলকিত মনে দেখিবে তারে
সাজাবে নতুন সাজে।


এখনকার সময় অপেক্ষা কেমন
হবে তখনকার সময়
পৃথিবী নানা রুপে সাজবে
হবে কত শত প্রলয়।


ঘটবে কত ঘটনা দুর্ঘটনা
তোমাদের তরে
ফুটন্ত অফুটন্ত কত ফুল
যাবে যে ঝরে।


কারো মুখে হাসি থাকবে
কারো চোখে জল
সুবিনীত বলে যাই কখনো
হারাবে না মনোবল।


তোমাদের দর্শন পাবো না জানি
কিংবা হাতের ছোঁয়া
আবেদন থাকবে আমার জন্য
সবাই করবে দোয়া।


শত বছরের শত কোটি মানুষের
কত হাসি গান
আনত নয়নে ভাবিত মনে
মম সুখ প্রাণ।


আজিকার মতো রবে না হয়তো
বিশৃংখলা বহমান
তোমাদের মেধা শ্রম প্রতিভায়
হবে তার অবসান।


বিশ্বকে সাজাবে আরো নান্দনিক
তিলোত্তমা নানা আয়োজন
কল্পনার বাতায়ন খুলিবে তখন
সুখ সমৃদ্ধির প্রয়োজন।


অত্যাচারের স্টিমরোলার চলবে
তোমাদের সে সময়
ঈমান রক্ষায় অটল অবিচল রবে
যদিও হয় মহাপ্রলয়।


আজি হতে রেখে দিলাম কিন্তু
কবির কল্পনা
হৃদয় জুড়ে গভীর মমতা থেকে
রইলো শুভ কামনা।


আজি এই বসন্ত শত বছর পরের
ওগো প্রিয় ভাই বোন
সুষ্ঠু নীতিই হোক সুখানন্দ সবার
অনুপম মধু বন।


এ ধরার বিশালতা আরো কত কি
একক স্রষ্টার দান
চেতনায় অবচেতনায় ভুলবে না
মানবে সত্য বিধান।


আজি শত বর্ষ আগে অনুরাগে
স্মৃতি গুলো মোর
রাখলাম তোমাদের তরে আমি
উঠিবে নতুন ভোর।