হাজার বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে
রক্ত রঙ্গা ঝরিয়ে
শত ঘাত প্রতিঘাত
সংগ্রাম সংঘাত
লুণ্ঠিত মা-বোনের ইজ্জত সম্মান-
হয়েছে নানাভাবে অপদস্থ-অপমান।


ওরা লুটতরাজ করেছে সম্পদরাজি
আগুনে পুড়িয়েছে শত শত ঘরবাড়ি
আহা! আকাশে বাতাসে ছিলো আহাজারী
আত্মরক্ষার জন‌্য সবাই রেখেছে জীবনবাজী।


বাঙ্গালী সবসময় সাহসী উদ্যমী
অন্যায় প্রতিরোধে রয় অগ্রগামী
স্বাধীন চেতনায় সদা বীর সেনানী।
সকলের অধিকার আদায়ে-
করেছে শরীরের রক্ত ক্ষয়,
এভাবেই এসেছে স্বাধীনতার বিজয়।


এ বিজয় এখনো পূর্ণতা পায়নি
মানুষের হৃদয়ের শূন্যতা যায়নি
শাসক সমাজের হিংস্রতা কাটেনি।


এখনো জনগণ আতঙ্কে রয়
পাড়া-মহল্লায় শুধুই ভয়
নিত্য মানুষ খুন-গুম হয়
আসলে, কবে আসবে সত্যিকার বিজয়?