এমন কিছু কাজ         হয় সুখের সমাজ
          নেয় প্রশান্তির নিশ্বাস ।
এমন কিছু কথা         দূর করে আবিলতা
          আসে অভয় সাহস ।
এমন কিছু গান         জুড়ায় মন প্রাণ
          জ্বালায় প্রদীপ্ত আলো ।
কিছু কিছু হাত         প্রস্ফুটিত সুপ্রভাত
          দূর করে আঁধার কালো ।
কিছু স্মরণীয় বাণী       মুছে যত গ্লানী
           প্রেরণা আসে মনে ।
সুন্দর মিষ্টি হাসি         তারকা রাশি রাশি
           ফাগুন আসে বনে ।
একিভূত ছাত্র-জনতা      রেখে সব জড়তা
           কাঁপায় ক্ষমতার মসনদ ।
যারা ক্ষমতাবান          ভয়ে ডরে কম্পমান
           পদে পদে শুধুই গলদ ।
মেধাহীন লোক নিয়ে      রাষ্ট্রযন্ত্র চালাতে গিয়ে
            দেশ আজ রসাতল ।
দূর্নীতি আর দূর্নীতি        কোথাও নেই সুনীতি
            দেখি সর্বত্রই বাহুবল ।