নিজের থেকে, সন্তানাদি-
পিতামাতা থেকে এবং
যাবতীয় সম্পদ থেকে
যদি রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় না হয়, তুমি
কষ্মিনকালেও পূর্ণ
ঈমানদার নও।
রাসূলের অপমানে
কেমন করে নীরবতায়
দিনটা কাটাও? জীবন কাল
এবং সবকিছুই তোমার
নিরলস ঠিকঠাক চালাও।
একটুও কি তোমার বৃহৎ
হৃদয় ছোঁয়না? ঈমান কি
আগ্নেয়গীরির মতো জ্বলে
উঠে না। জ্বলে উঠবে না?
তুমি কেমন বিশ্বাসী? বলো,
তুমি কেমন বিশ্বাসী?
যে ঈমান সময় মতো
জ্বলে উঠে না, যে ঈমান
রাসূলের প্রেমে জাগ্রত হয় না।
এ ঈমান দিয়ে কিভাবে
রাসূলের সুপারিশ পাবে
একটু বলো না? মিনতি করি
রাসুলের সুপারিশ পেতে
এসোনা সবাই খাঁটি তাওবা করি।
সঠিক রাস্তায় ফিরে আসি।
নিজ প্রাণ দিয়ে রাসূল সা: কে
ভালোবাসি শুধুই ভালোবাসি।