হিংস্র থাবা দেয় গিলিয়ে খায়
সব ইবলিসের দল,
ছাল বাকলা তেল চর্বি ঝরাবে
জোর জবর দখল।


এরা এত আস্কারা পায় কোথায়?
চোখ রাঙ্গিয়ে কথা?
যার জাগায় বসবাস ফেলে নিঃশ্বাস
হারামজাদা জানে না সত্যতা।


ওরা দুশমন করে মিথ্যা আস্ফালন
জ্বালায় অশান্তির দাবানল,
অশীষ্ট তারা সত্য মানে না যারা
হৃদয়টা শক্ত নয় কোমল।


ওরা ধমকায় ঘাড় মটকাবে বলে
সম্মানিতকে করে অসম্মানি,
জানাজা দিতে তাদেরকেই ডাকে
যখন আসে গরগরানি।


ওরে গন্ডমুর্খের দল এবার থাম
কত ঝরাবি ঘাম?
মুশরিক মুনাফিকের তালিকায় যদি
থাকেরে তোর নাম?


কি করবি তুই যেদিন হবি নিঃস্ব
ভালোর খাতা শূন্য,
ঈমান বিহীন আমলের নেই দাম
যা-ই করেছ পুণ্য।