সত্য প্রকাশ করলে তোমরা
ঘাড় মটকিয়ে ধরো,
রেগে মেগে নিয়ম ভেঙ্গে
দাঁত কিলকিল করো।


চোখ রাঙিয়ে তেড়ে আসো
কেন সত্য প্রকাশ করে?
সুস্থ বিবেক সাড়া জাগায়
সাহসে মন ভরে।


সত্য কথা শুনতে লাগে তেতো
প্রশংসা শুনতে মিষ্টি,
নিজের জন্যই সুযোগ সুবিধা সব
অন্যের প্রতি নেই দৃষ্টি।


সবাই সবার বিবেক জাগাই
একটু করি প্রশ্ন,
অন্যায় রোধে দায়িত্ব আছে
নেব নীতির যত্ন।


অপসংস্কৃতির সয়লাবে আজ
অপরাধ গেল বেড়ে,
দুষ্ট প্রকৃতির লোকেরা নিচ্ছে
মান মর্যাদা কেড়ে।


বিবস্র হয়েছে মায়ের জাতি
বিবস্র এই বাংলাদেশ,
ন্যায় বিচার ই করতে পারে
সব অন্যায়ের শেষ।


এই দেশ আমার সবার প্রিয়
এসো সবাই ঐক্য হই,
অপরাধীরা সব বিশুদ্ধ হবে
সত্যিকারের ঐক্য রই।


ফিরবে যারা সঠিক পথে বুঝে
দিও ভালোবাসার পরশ,
এমনি করে একটি সুষ্ঠু সমাজ
গড়বে পেয়ে দরদ।


একটি দলতো থাকতেই হবে
সৎ পথে করতে আহবান,
অসৎ কাজে নিষেধ করবে তারা
দিয়ে জান প্রাণ।