রক্ত মাংস একই
বহিরাবরণ ভিন্ন ভিন্ন
হোক না ব্যতিক্রম, সমস্যা কী?


সবাই তো একই জায়গা থেকে
আসতেছে যাইতেছে থেমে থেমে
কিছু দিনের জন্য এখানে
ঠিক ওই জগতের তুলনায়
একটি সকাল কিংবা একটি বিকাল
কত হাসি কান্না
মায়া মমতা ভালোবাসা
চলাফেরা খাওয়া দাওয়া
জাস্ট কিছু দিনের জন্য সামান্য অবস্থান।


একই স্রষ্টা থেকে আগমন
আবার তাঁরই কাছে প্রস্থান
তিনিই ফের দিবেন প্রাণ
এ জীবনে কার কী দায়িত্ব তা নিরীক্ষার জন্য।
এক ফোটা অনামিকা অদামিকা রক্ত থেকে সৃষ্ট।
একক আল্লাহই চিরঞ্জীব চিরস্থায়ী, বিনাশ নেই।
একই স্রস্টার সৃষ্ট আমরা সবাই, আছে হুঁস?


তাহলে কেন এত আমি আমি সবই আমি!!
সবার খবর রাখেন তিনি সেই অন্তর্যামী।