সহর আফসাহ


অশান্ত মন শান্ত হলো ইসলামের আলোতে,
যখন সে ছিলো মগ্ন ঘোর আঁধার কালোতে।
সম্মান খ্যাতি সবই ছিলো ছিলো অর্থ কড়িও,
তবুও মনটা ছিলো অশান্ত এত কিছুর পরেও।


হারানো পথ খুঁজে পেয়েছে পেয়েছে সত্য সব,
দয়াময় দয়া করেছেন তিনি তো সবারই রব।
রুপালী জগৎ সুখ দিতে পারে না যা প্রমাণিত,
বুদ্ধিমানেরা এই জগৎ ছাড়ছে আজ অগণিত।


তাদের একজন বুদ্ধিমতি নারী সহর আফসাহ,
তার জন্য প্রভুর দরবারে চাই ক্ষমা ও পানাহ।
কবুল হোক তার সৎ মনোভাব আগামীর পথে,
এভাবে আরো যুক্ত হোক আলইসলামের সাথে।


কল্যাণপুর, ঢাকা।


১০ অক্টোবর ২০২২
১৩ রবিউল আউয়াল ১৪৪৪
২৫ আশ্বিন ১৪২৯।


সূত্র: দৈনিক ইনকিলাব, ১০.১০.২০২২