সোনার বাংলায়
সোনার বাংলায় সোনার মানুষ নাই
আছে দুর্নীতিবাজ আমলা,
আমলা হয়ে তারা ভুলেই গেছে
ওরা যে জনগণের কামলা।
কামলা দিয়ে আর কতই বা আয়
করতে পারতো তারা?
চুরি চামারি ডাকাতি করে কামায়
পাহারায় ছিলো যারা!
আজিজ বেনজির নামের গুণে
গড়লো ধনের পাহাড়,
কে আছে তাদের টিকি ছিঁড়বে
এত হ্যাডম কাহার?
এরা তো ছিলো শয়তানের খুল্লি
বুদ্ধি ছিলো ইবলিসি,
এখনো এদের প্রেতাত্মারা আছে
স্থানে স্থানে কম বেশি।
০৫.০৬.২০২৪