সপ্ত গুণের অধিকারী আশ্রয়
পাবে ছায়ায় আরশের
ন্যায়ের শাসক কায়েম করেন
ন্যায় ইনসাফ ও আদলের।


জীবন যৌবন শক্তি সাহস ক্ষয়
করেছে আল্লাহর জন্য
যৌবন কাল ইবাদতে মশগুল থেকে
নিজেকে করেছে ধন্য।


মনের মাধুরী মাখিয়ে ছুটে
মসজিদের ই পানে
ব্যাকুল প্রাণে আবার ছুটে
মহান প্রভুর গুনগানে।


দু'জন ব্যক্তির মিলিত-বিচ্ছিন্ন হওয়া
ভালোবাসা প্রাণে
সন্তোষ লাভে মুগ্ধ মনে মিলন ঘটে
মহান স্রষ্টার টানে।


যে যুবক অশ্রু ঝরায় আল্লাহর ভয়ে
নিভৃত এক কোণে
মনের কথা মনের ব্যথা আল্লাহ ছাড়া
কেইবা আর শোনে।


উচ্চ বংশীয় সুন্দরী রূপসী ললনা
মন্দ কাজের করে আহবান
রবের ভয়ে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে
সত্য পথে রাখে অবদান।


কেউবা আবার দান করে অতি গোপনে
ডান হাতের দান বাম হাতও
কিছুতেই টের পায় না সে দানের খবর
টের পায়না কোনো স্বজনও।
_____________________________
(রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অবলম্বনে)