তোমার পুষ্পিত রুপের আলোকিত ঝলকানি
অনুরণন দিয়ে যায় মনে,
ভাবিত চোখ পলক নড়ে না কোথাও তেমনি
অনুভূতির জাগরণে।


প্রকৃতির সুশোভন দান এই রুপের আধার
হয় কেবলই মনঞ্জয়,
ফোকাসিত হয় নানান আবরণে চারিধার
বিকশিত সব বিশ্বময়।


এমন রুপের আলোকিত লাভা কে দিয়েছে
ভাবছ কি বিবেকের কাঠগড়ায়?
অপব্যবহারে হারিয়ে লাবণ্য হতাশায় কেঁদেছে
কোনো কিছু বুঝতে না পারায়।


যখন বুঝেছে ফিরেছে অবশেষে আলোক আভায়
সুখাভিভূত মানস পাড়ায়,
জীবনের সব ক্লেশ ভুলেছে শপথ নিয়েছে আশায়
নাজাত যাতে পেয়ে যায়।


অনুরাগ বিরাগ অক্ষোভ নির্লোভে সাজাবে জীবন
আলো আঁধার পাশাপাশি,
চূড়ান্ত অভিসারে ফিরাবে তোমারে সত্যের বিপণন
মুছতে যত পাপরাশি।