প্রজাদের বাদ দিয়ে রাজা
আরাম আয়েস করে
বিলাসব্যসনে থাকে অফুরান
এমন যারা করে তারা
কখনো হতে পারে না
জনগণের কাছে মহিয়ান ।


সাধারণ যাপিত জীবন যাদের
তারাই জগদ্বিখ্যাত রয়েছে
সকল মানুষের কাছে ।
লোভ লালসা না রেখে
বসবাস ছিলো জীর্ন কুটিরে
ভীত ছিলো সর্বদা মনের গভীরে
কী জবাব দিবো জনগণের বিষয়ে
জিজ্ঞাসা করবে প্রভু সবার ব্যাপারে ।


এমন রাজা আজ আমাদের বড়ই প্রয়োজন
এমন সুবিচার সুনীতির সমাজ বড়ই প্রয়োজন
হে প্রভু , তোমার বান্দাদের কাঙ্খিত মনোবাসনা
অপূর্ণ রেখো; না প্রভু অপূর্ণ রেখো না ।।