সুন্দর মন ভরো সুখ দাও মোরে
কাছে এসে পাশে বসে চাই যে তোরে
তুই যে আমার মন মাধুরী
তুই যে আামার স্বপ্ন সাধন
তোর ভাবনা আমার চৌদিকে ঘোরে।


অপরের সুখে দোল চেতনার দোর খোল
সবখানে ছুটে চলো
পিছুটান দ্রুত ভুলো
বুনন করো মালা ফুলের গাঁথন
পাখিদের কলতান শুনো ঐ মধুর সুরে।


সুন্দর মন কাড়ো সত্যের পথ ধরো
অনুপম সুখের আবেশ
ফিরিয়ে আন পরিবেশ
মিলনে পিরিতি গড়িয়া বাঁধন
অনলের জ্বালা সরে যাক অনেক দূরে।


কুরআনের ছায়াতলে এসে সবাই দুখ ভুলে
পরম সুখের হাতছানি
অনন্ত পথের অনুগামী
সত্য হোক চির পথের বাহন
বিশ্বাসই আলো ছড়াক ঐ নির্জন গোরে।