টাকার অহমিকা


টাকার বড়াই আর ক্ষমতার দাপটে
এক মা ডিভোর্সি কন্যাকে বিয়ে দিল,
মা হারা বস্তির শিক্ষিত ছেলের সাথে
অতি কষ্টে বাবাটি ছেলেকে গড়িলো!


অহঙ্কারী ঐ ফ্যামেলী শর্ত দিল এই
বাবার সাথে সম্পর্ক রাখতে পারবে না,
কারণ তার বাবা থাকে যে বস্তিতে!
শর্ত না মানলে কন্যাকে বিয়ে দিবে না।


ছেলেটি লোভে পড়ে শর্ত মেনে নিল
আর ঘর জামাই হয়ে থাকতে হলো,
লাঞ্চনা আর অপমান মানসিক যন্ত্রণা
নিত্য সঙ্গী হয়ে বাপের কথা ভুলিলো।


বাপ বলেছিলো অতি সুখের দুয়ারে
বড়ো বড়ো যন্ত্রণাও বসবাস করে,
ছেলে বললো বেতন ফেলে তোমাকে
টাকা পযসা দিব খেতে পেট ভরে।


দিন যায় সময় গড়ায় ছেলেটি আর
জামাই মর্যাদা পায়না সে কেয়ারটেকার,
এটাই পরিচয় বউয়ের ফ্যামেলির কাছে
মদ নেশা তাদের কাছে অতি মর্যাদার।


এ দিকে বাবা ক্ষুধার যন্ত্রনায় অস্থির
ছেলে টাকা পাঠালে পেট ভরে খাবে,
বউয়ের আবদার মেটাতে গিয়ে আর
বাবার জন্য টাকা পাঠাবে কীভাবে?


শাশুড়ি শ্যালিকা বউ মিলে ছেলেটিকে
তিলে তিলে বেদনার সাগরে ভাসায়,
কিছু বললে ধমক দিয়ে ভয়েতে রাখে
বাবা ছেলের জন্য বস্তিতে অশ্রু ঝরায়।


ঘর জামাই থাকলে যা হয় ছেলেটি যদিও
বুঝে লোভের পরিণতি কি হতে পারে!
একদিন আসিল খবর শুনিতে পারিল
অসুস্থ বাবা  চিকিৎসাহীন দুনিয়া ছাড়ে!


কল্যাণপুর, ঢাকা।
২২ সফর ১৪৪৪
১৯ সেপ্টেম্বর ২০২২
০৪ আশ্বিন ১৪২৯