আঁধার নামিছে আজি
বুকের ভিতর অনবরত
স্নিগ্ধতার নাই স্থান
সকলি করেছে প্রস্থান
চটপট করছে নির্জন গুহায় ।
কতদিন হয়নি খাওয়া
উপোস রলো কত রাত
অভাব আর অভাব
শূন্য মনোভাব
কে মিটাবে ক্ষুধার জ্বালা ।
প্রেমহীন এই জনবাসে
শুধু নয়নে জল আসে
উড়ে আশা
আছে নিরাশা
সদা আছি কহিলো অরিন্দম ।


উজানে তেড়ে আসা পানিতে
ভেসে গেছে সবকিছু
এ কেমন দুঃখ
এ কেমন যন্ত্রণা
নিয়েছে আমাদের পিছু পিছু ।
দাঁড়াই সবাই তাদের পাশে
নিরাপদ যারা আছো আশেপাশে
একটু খাবার দিয়ে
ক্ষুধার কষ্ট মিটিয়ে
মনের ব্যথা দুড়াই ভালোবাসা বিলিয়ে ।