মন তার আলোকিত উজ্জ্বলিত শোভমান
যেনো সূর্যলোক দীপ্তি ছড়ানো তৃপ্তি বহমান
চলিলো অত্যাচারের স্টিমরোলার
কিছুতেই পারবো না তাঁকে ভোলার
জ্যোতির্ময় নির্মিত হৃদয় অবিচল পাহাড় সমান ।


ক্রীতদাস মুহাম্মদের প্রেমেতে হইলো মহান
তিনিও তাকে হৃদ মাজারে দিয়েছেন স্থান
কহিলো , যতই করো জুলুম
মানিবো শুধু তাঁরই হুকুম
হইলো বিশ্বাসের অমীয় চেতনার বলে বলিয়ান ।


বেশি দামে কিনে ছেড়ে দিলো হায় নিজ স্বাধীনতায়
সুধালো শয়তান ঠকিলি ভাই চিন্তিত সে এ ভাবনায়
আমি ঠকিনি বন্ধু
তুমি তো পশুসম জন্তু
হাসি মুখে নিলো বিদায় সেই খান থেকে নির্ভাবনায় ।


প্রচার প্রসারতায় পৌঁছিলো তার কাছে এক সত্বার বাণী
তাওহীদের আওয়াজ আলোড়িত মনে মুক্তি দিয়েছে আনি
উচ্চারিত হইলো আহাদ আহাদ
তৃপ্তিতে গিলিলো ভজন প্রসাদ
এমনি এক পরশ পাথরে পরিবর্তন এলো গড়নে সুন্দর জীবনী ।