(কবিতাগুলো আসরের অন্যতম কবি সহিদুল হক(দীপ্র কবি) কে উৎসর্গ করলাম।)


০১.কান্না


ব্যাগের ভিতর কান্না শুনে
সবাই হতবাক!
কে করলো এই কান্ডখানা
নিষ্ঠুর নির্বাক!


হৈ চৈ চারদিকে এ ঘটনায়
জনে জনে কথা,
তলিয়ে সমাজ নিম্ন দিকে
আহা! নির্মমতা!!


০২.শিশু শ্রমিকের আকুতি


‌‌‍'সবাই দেখি ইস্কুলে যায়
দশটা যখন বাজে,
বুকটা আমার হু হু করে
মন বসে না কাজে।'


উপোষ থাকি পেটটি ধরে
কাটাই দিবস রাত,
এ বয়সে যাই খেটে যাই
যোগাড় করতে ভাত।


ইস্কুলেতে যাওয়ার পথে
চেয়ে চেয়ে রই,
ইচ্ছে করে ওদের সাথে
পড়ার সাথি হই।


গরিব-ঘরে জন্ম নিয়ে
হারাই অধিকার,
কার কাছে যে বলি গিয়ে
চাই গো পড়িবার।


০৩.সেবার নামে প্রতারণা


সেবা সদন নাম দিয়ে
করো কেবল খেলা,
রোগী থেকে টাকা নিয়ে
সেবায় অবহেলা।


টাকা-কড়ি উপার্জনে
ডাক্তারী এই পেশা,
সেবার নামে পকেট খালি
টাকাই শুধু নেশা।


নেশা পেশায় সেবাকারী
নেয় যে চড়া মূল্য,
কারো সেবায় রোগী মরে
কসাইদেরই তুল্য।