তুমি তোমার মতো তা তো মানলাম
গভীর মনের ব্যথাটা সহজে জানলাম
নিজেকে নিজের মতো সাজাতে
বহিরাক্রমন থেকে বাঁচাতে
চিন্তা ভাবনা করে বুদ্ধির ছক আঁকলাম
কলমের আঁচড়ে কথাগুলো সবারে শুধালাম।


কবি তো কবির মতো সৌন্দর্য খোঁজে
পাঠকের সোন্দর্যও কেমন কবি তা বুঝে
পাঠক পায় স্বাদ
পুরায় মনের সাধ
তাই তো কবিকে পাঠক মনে মনে পুঁজে
কবিও পাঠক থেকে ভালোবাসা খোঁজে।