উচিৎ অনুচিৎ


কেউ খায় চিবিয়ে চিবিয়ে
কচি শশার মতো,
কেউ বেড়ে উঠে তরতরিয়ে
স্বর্ণ লতার মতো।


লাউয়ের ডানা বাড়তে থাকে
জৈব সার পেলে,
এমনি ভাবে লাউটা তখন
লম্বা পাখা মেলে।


সবজি বাগান সবুজ রংগে
ছড়ায় নানা রুপ,
রুপটি দেখে মনটি ভরে
সবাই থাকে চুপ।


নিত্য বেলা এই যে খেলা
চলছে অবিরাম,
ফুলে ফলে সুশোভিত সব
লাগছে অভিরাম।


সময় ফুরালে লতাপাতারা
যায় শুকিয়ে যায়,
বিলীন হয় তার সবকিছুই
আর অস্তিত্ব হারায়।


মানব রুপি বাগান খানিও
চলছে এই ভাবে,
চলতে চলতে এক সময়
দমটি বন্ধ হবে।


দম বন্ধ হবার আগেই সবার
সাবধান হওয়া উচিৎ,
বিশ্বাসের মালা না পরিয়ে
যাওয়াটা অনুচিৎ।


০২-নভেম্বর-২০২২
১৭-কার্তিক-১৪২৯
০৬ রবিউস সানি ১৪৪৪