ধীমান কবিদের কাব্যে
শব্দ করে ভীড়,
হৃদয় মাঝে বাসা বাঁধে
আপন করে নীড়।


তুলে ধরে সমাজ চিত্র
কাব্য মালা গেঁথে,
গাঁথ্তে ফেরে মালাখানী
খুশীতে উঠে মেতে।


সূত্র খোঁজে চিন্তা শক্তির
পূত পবিত্র মন,
সত্য সুন্দরের সমাজ নিয়ে
ভাবে সারাক্ষণ।


ঝগড়া মুক্ত হিংসা মুক্ত
সুখময় পরিবেশ,
সবার জন্য সুভাবনায়
মনটা লাগান্ বেশ।


এমন কবি আঁকেন ছবি
ভালোবাসার দেশ,
সবার সাথে হোক না সবার
ভ্রাতৃত্বের উম্মেষ।


একে অপরের সুখের খোঁজে
জাগ্রত সব বিষয়,
আসবে ফিরে প্রেমের নীড়ে
সত্যিকারের বিজয়।


কল্যাণপুর, ঢাকা।
১৯.১২.২০২১