শত শত মানুষ আজ বন্দি
কতকাল চলবে করে সন্ধি।


মনমরা সুখহারা আহত সবাই
সহে কষ্ট কোনমতে চলে তাই।


সুবিচার সুনীতি যদি থাকতো
সুবন্টনে তাদের মনে রাখতো।


দুর্নীতির ছোবলে জনগণ বঞ্চিত
সম্পদ লুটপাট করে সঞ্চিত।


ওদের সুখ ভোগে ত্যাগে নয়
সম্পদ কমবে মনে মনে ভয়।


হারাম আয়ে চালিয়ে সংসার
বহন করে সবার পাপের ভার।


তাওবা করে নাহি ছাড়ো পাপ
কেমন করে পাবে তুমি মাফ।


ইলহাম হয় মনে ভাল না মন্দ
তবুও কেন করো ভালটা সন্দ।


সে কি মনে করে তাকে কেউ দেখে না
চোখ কান মন দিয়ে একটুও ভাবে না।


যদি সে ভাবত তার দ্বারা মন্দটা হতো না
ভালো ছাড়া ভিন্ন পথে  মনটা যেত না ।


নিজেকে নিজের কাছে করো নাকো বন্দি
ফিরে আসুক কর্মকাণ্ডে সঠিক উপলব্ধি।