মন পাখি উড়ে যায় সুদূরে
বাঁধন ছিঁড়ে ছুটে যায় ঐ দুরে ।


কার সাথে করতে দেখা নাই জানা
তবুও তার কোথাও যাওয়া নেই মানা ।


স্বাধীনতা তার , চায় বড় হবার
প্রকৃতি হলো পাঠশালা ।
শিক্ষণীয় সব , অর্জন করবার
পরবে গলায় মালা ।


পাখির কাছে যায় , প্রশ্ন করতে চায়
কিভাবে নিজেকে শূন্যে উড়ায়
চিল বলে ভাই , শুনো বলি তাই
উড়ে যাই ভর করে ডানায় ।
তুমি তো মানুষ , মনে রাখো হুঁশ
সেবা করে যাও মানবতায় ।
ইচ্ছেটা তার জেগে উঠে তায়
ভরে যায় মন ভালোবাসায় ।