★দীপ্ত হবো সত্য পথে★


         (ত্রিবৃত্তে ত্রয়ী পয়ার)
****************************
ঘৃণ্য যত ষড়যন্ত্র ধ্বংস করে আজ
দীপ্ত হবো সত্য পথে হতে পুণ্যবান;
পুণ্য যত কর্ম আছে ধর্ম-বিধি-মত,
মেনে ধন্য মুক্ত হবো ছেড়ে পঙ্কপথ;
সত্যপথে যুক্ত রবো, দুরন্ত এ প্রাণ,
মিথ্যা-নাশে প্রতিজ্ঞাতে যোদ্ধাসম সাজ!!


বন্ধু যারা আছো সত্য ধর্ম-প্রেমী মুখ,
এসো সত্য-পুষ্প দ্বারা মাল্য গড়ো আজ;
দীপ্ত হতে স্রষ্টা-নূরে মানো সিদ্ধ পথ,
মুক্তি তবে পাবে শক্তি, যাবে না ইজ্জত;
সত্যপথে যুক্ত যারা নাশে মিথ্যে লাজ,
পবিত্রতা আনে আত্মা ভেঙে সর্ব-দুখ!!


আল্লা' মহা সত্য জানি ভক্তি করি তাঁর,
কষ্ট যত আছে বিদ্ধ অন্তরে আমার
ধ্বংস হবে স্পর্শ পেয়ে নূরে-আল্লাহর!
হবে সিদ্ধ আত্মা আমা', দীপ্ত হবে গোর;
মৃত্যু-পরে মহা সত্য খুলে স্বর্গ-দ্বার
নেবে আত্মা, বিশ্বাসী যে বান্দা আমি তাঁর!!


ওগো আল্লা', ক্রন্দি দেখো তব স্পর্শটার
বাঞ্ছা হৃদে যত্ন করি সৃষ্টি যে ধরার;
এসো আল্লা' স্রষ্টা-প্রভু ধন্য করো আজ,
পুণ্য দ্বারা পূর্ণ করো দিয়ে ধর্ম-কাজ!
আমি তুচ্ছ সৃষ্টি তব বন্দেগি তোমার
করি ভক্তি পেতে মুক্তি স্বীয় আত্মাটার!!
******************************
বিঃদ্রঃ "ত্রিবৃত্ত ছন্দ" হলো প্রচলিত ৩ ছন্দের দ্বারা তৈরি ছন্দ, যেখানে বর্ণক্রম ও প্রাস্বরিক ছন্দের মিল নেই!!


*"ত্রয়ী" ছন্দকাঠামো যেকোন বৃত্তেই লেখা যাবে, অন্ত্যমিল হবে ''কখগগখক"
ত্রয়ী মানে ৩ টি অন্ত্যমিল!
-----------------------
(রচনাঃ১৭-০৮-২০০২ইং, সোনাপাতিল, নাটোর)